যিহিষ্কেল 8:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 তখন তিনি আমাকে প্রাঙ্গণের দ্বারে আনিলেন, এবং আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, দেওয়ালের মধ্যে এক ছিদ্র। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 তখন তিনি আমাকে প্রাঙ্গণের দ্বারে আনলেন এবং আমি দৃষ্টিপাত করলাম, আর দেখ, দেয়ালের মধ্যে একটি ছিদ্র। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 তারপর তিনি আমাকে প্রাঙ্গণের ঢুকবার পথে নিয়ে গেলেন। আমি তাকিয়ে দেয়ালে একটি গর্ত দেখতে পেলাম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 তারপর তিনি আমাকে বহির্প্রাঙ্গণের প্রবেশ পথে নিয়ে গিয়ে দেখালেন, দেওয়ালের গায়ে একটি গর্ত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 তখন তিনি আমাকে প্রাঙ্গণের দ্বারে আনিলেন, এবং আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, ভিত্তির মধ্যে এক ছিদ্র। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 তাই আমি প্রাঙ্গণের মধ্যে প্রবেশ পথ দিয়ে গেলাম আর দেওয়ালে এক গর্ত দেখতে পেলাম। অধ্যায় দেখুন |