Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 48:33 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

33 দক্ষিণ পার্শ্বে পরিমাণে চারি সহস্র পাঁচ শত [হস্ত], আর তিন দ্বার হইবে; শিমিয়োনের এক দ্বার, ইষাখরের এক দ্বার ও সবূলূনের এক দ্বার।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

33 দক্ষিণ পাশে পরিমাণে চার হাজার পাঁচ শত হাত, আর তিনটি দ্বার হবে; শিমিয়োনের একটি দ্বার, ইষাখরের একটি দ্বার ও সবূলূনের একটি দ্বার।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

33 দক্ষিণ দিকে, মাপ হবে 4,500 হাত, তিনটি দ্বার থাকবে শিমিয়োনের দ্বার, ইষাখরের দ্বার ও সবূলূনের দ্বার।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

33 দক্ষিণ পার্শ্বে পরিমাণে চারি সহস্র পাঁচ শত [হস্ত],* আর তিন দ্বার হইবে; শিমিয়োনের এক দ্বার ইষাখরের এক দ্বার ও সবূলূনের এক দ্বার।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

33 “শহরের দক্ষিণ দিক লম্বায় হবে 4500 হাত এবং তার তিনটি দরজার নাম হবে: শিমিয়োনের দ্বার, ইষাখরের দ্বার এবং সবূলূনের দ্বার।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 48:33
2 ক্রস রেফারেন্স  

পূর্ব পার্শ্বে চারি সহস্র পাঁচ শত [হস্ত], আর তিন দ্বার হইবে; যোষেফের এক দ্বার, বিন্যামীনের এক দ্বার, দানের এক দ্বার।


আর পশ্চিম পার্শ্বে চারি সহস্র পাঁচ শত [হস্ত] ও তাহার তিন দ্বার হইবে; গাদের এক দ্বার, আশেরের এক দ্বার ও নপ্তালির এক দ্বার।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন