যিহিষ্কেল 48:23 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)23 আর অবশিষ্ট বংশগুলির এই সকল অংশ হইবে; পূর্বপ্রান্ত হইতে পশ্চিমপ্রান্ত পর্যন্ত বিন্যামীনের এক অংশ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 আর অবশিষ্ট বংশগুলোর এসব অংশ হবে; পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত বিন্ইয়ামীনের একটি অংশ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 “বাকি গোষ্ঠীগুলির এসব অংশ হবে বিন্যামীন একটি অংশ পাবে; “সেটি পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23-27 বিশেষ ভূখণ্ডের দক্ষিণে অবশিষ্ট গোষ্ঠীবর্গ এক একটি করে ভূখণ্ড লাভ করবে, যে ভূখণ্ড দেশের পূর্ব সীমান্ত থেকে পশ্চিমে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত, উত্তর থেকে দক্ষিণে পর্যায়ক্রমে উল্লিখিতভাবে গোষ্ঠীগুলি ভূমির অংশ পাবে: বিন্যামীন, শিমিয়োন, ইষাখর, সবুলুন এবং গাদ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 আর অবশিষ্ট বংশগুলির এই সকল অংশ হইবে; পূর্ব্বপ্রান্ত হইতে পশ্চিমপ্রান্ত পর্য্যন্ত বিন্যামীনের এক অংশ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23-27 “এই পূর্ব্বোল্লিখিত জাতিগুলির মতই অবশিষ্ট জাতিরা সেই একই পূর্ব ও পশ্চিমের সীমা পাবে। উত্তর থেকে দক্ষিণে এই পরিবারগোষ্ঠীগুলি হল: বিন্যামীন, শিমিয়োন, ইষাখর, সবূলূন ও গাদ। অধ্যায় দেখুন |