যিহিষ্কেল 47:20 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)20 আর পশ্চিমপ্রান্ত মহাসমুদ্র; [দক্ষিণ] সীমা অবধি হমাতের প্রবেশস্থানের সম্মুখ পর্যন্ত, এই পশ্চিমপ্রান্ত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 আর পশ্চিমপ্রান্ত মহাসমুদ্র; দক্ষিণ সীমা থেকে হমাতের প্রবেশস্থানের সম্মুখ পর্যন্ত এটা পশ্চিমপ্রান্ত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 পশ্চিমদিকের সীমানা হবে ভূমধ্যসাগর বরাবর লেবো হমাতের উল্টো দিক পর্যন্ত। এটিই হবে পশ্চিমদিকের সীমানা। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 ভূমধ্যসাগরই দেশের পশ্চিম সীমান্ত রচনা করেছে। সেখান থেকে উত্তর দিকে হামাত গিরিপথের পশ্চিমের একটি স্থানে গিয়ে এই সীমানার শেষ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 আর পশ্চিমপ্রান্ত মহাসমুদ্র; [দক্ষিণ] সীমা অবধি হমাতের প্রবেশস্থানের সম্মুখ পর্য্যন্ত এই পশ্চিমপ্রান্ত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 “আর পশ্চিম পাড়ে ভূমধ্যসাগর একেবারে লীবো হমাতের সামনে পর্যন্ত সীমাস্বরূপ। এটা হবে পশ্চিমের সীমানা। অধ্যায় দেখুন |