Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 47:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

17 আর সমুদ্র হইতে সীমা দম্মেশকের সীমাস্থ হৎসোর-ঐনন পর্যন্ত যাইবে, আর উত্তরদিকে হমাতের সীমা; এই উত্তরপ্রান্ত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 আর সমুদ্র থেকে সীমা দামেস্কের সীমাস্থ হৎসোর-ঐনন পর্যন্ত যাবে, আর উত্তর দিকে হমাতের সীমা; এটা উত্তরপ্রান্ত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 এই সীমানা চলে যাবে ভূমধ্যসাগর থেকে দামাস্কাসের উত্তর সীমার পাশে হৎসর-ঐনন পর্যন্ত, অর্থাৎ উত্তর দিকের হমাতের সীমানা পর্যন্ত। এটাই হবে উত্তর দিকের সীমানা।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

17 অতএব ভূমধ্যসাগর থেকে পূর্বমুখে এনোন নগর, দামাস্কাস ও হামাত অঞ্চলের সীমান্ত বরাবর সমগ্র উত্তর দিক হবে দেশের উত্তর সীমা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 আর সমুদ্র হইতে সীমা দম্মেশকের সীমাস্থ হৎসোর ঐনন পর্য্যন্ত যাইবে, আর উত্তরদিকে হমাতের সীমা; এই উত্তরপ্রান্ত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 সুতরাং সেই সীমানা সমুদ্র থেকে দম্মেশকের সীমানার উত্তরদিকে অবস্থিত হৎসোর ঐনন পর্যন্ত যাবে। আর হমাতের সীমা হচ্ছে ঐ উত্তর প্রান্ত।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 47:17
3 ক্রস রেফারেন্স  

বংশগুলির নাম এই এই। উত্তরপ্রান্ত হইতে হিৎলোনের পথের পার্শ্ব ও হমাতের প্রবেশস্থানের নিকট দিয়া হৎসোর-ঐনন পর্যন্ত দম্মেশকের সীমাতে, উত্তরদিকে হমাতের পার্শ্বে পূর্বপ্রান্ত হইতে পশ্চিমপ্রান্ত পর্যন্ত দানের এক অংশ হইবে।


আর সেই সীমা সিফ্রোণ পর্যন্ত যাইবে, ও হৎসর-ঐনন পর্যন্ত বিস্তৃত হইবে; ইহাই তোমাদের উত্তর সীমা হইবে।


হমাৎ, বরোথা, সিব্রয়িম, যাহা দম্মেশকের সীমার ও হমাতের সীমার মধ্যস্থিত; হৌরণের সীমার নিকটস্থ হৎসর-হত্তীকোন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন