যিহিষ্কেল 47:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 হমাৎ, বরোথা, সিব্রয়িম, যাহা দম্মেশকের সীমার ও হমাতের সীমার মধ্যস্থিত; হৌরণের সীমার নিকটস্থ হৎসর-হত্তীকোন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 হমাৎ, বরোথা, সিব্রয়িম, যা দামেস্কের সীমার ও হমাতের সীমার মধ্যস্থিত; হৌরণের সীমার নিকটস্থ হৎসর-হত্তীকোন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 বরোথা এবং সিব্রয়িম (যা দামাস্কাসের ও হমাতের সীমানার মধ্যে) হৌরণের সীমানার কাছে হৎসর-হত্তীকোন পর্যন্ত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 বারোথা, সিব্রায়িম (এই নগরগুলির দামাস্কাস রাজ্য ও হামাত রাজ্যের এলাকার মাঝখানে অবস্থিত) এবং টিকোন নগর পর্যন্ত (হাউরন রাজ্যের সীমান্তে এই নগর অবস্থিত)। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 হমাৎ, বরোথা, সিব্রয়িম, যাহা দম্মেশকের সীমার ও হমাতের সীমার মধ্যস্থিত; হৌরণের সীমার নিকটস্থ হৎসর-হত্তীকোন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 বরোথা, সিব্রয়িম (যা দম্মেশক ও হম্মাতের সীমার মধ্যে অবস্থিত) এবং হৎসর-হত্তীকোন, যেটা হৌরণের সীমানায় অবস্থিত। অধ্যায় দেখুন |