যিহিষ্কেল 46:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)24 তখন তিনি আমাকে কহিলেন, এই সকল পাচকদের গৃহ, এই স্থানে গৃহের পরিচারকেরা প্রজালোকদের বলি সিদ্ধ করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 তখন তিনি আমাকে বললেন, এসব পাচকদের বাড়ি, এই স্থানে এবাদতখানার পরিচারকেরা লোকদের কোরবানীর জিনিস সিদ্ধ করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 তখন তিনি আমাকে বললেন, “এগুলি হল রান্নাঘর যেখানে মন্দিরের পরিচারকেরা লোকদের উৎসর্গ করা বলি রান্না করবে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 দিব্যপুরুষ আমাকে বললেন, এগুলিও রন্ধনশালা। এখানে মন্দিরের সেবায়েতরা জনসাধারণের উৎসর্গীত বলির মাংস পাক করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 তখন তিনি আমাকে কহিলেন, এ সকল পাচকদের গৃহ, এই স্থানে গৃহের পরিচারকেরা প্রজালোকদের বলি সিদ্ধ করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 সেই পুরুষটি আমায় বলল, “এই রান্না ঘরগুলিতেই, মন্দিরের সেবকরা লোকরা যে সব উৎসর্গগুলি আনবে সেগুলি সেদ্ধ করবে।” অধ্যায় দেখুন |