যিহিষ্কেল 45:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 আর তৈলের, বাৎ পরিমিত তৈলের নির্দিষ্ট অংশ এক কোর্ হইতে বাতের দশমাংশ; [কোর্] দশ বাৎ পরিমিত অথচ হোমরের সমান, কেননা দশ বাতে হোমর হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 আর তেলের, বাৎ পরিমিত তেলের নির্দিষ্ট অংশ এক কোর থেকে বাতের দশ ভাগের এক ভাগ; কোর দশ বাৎ পরিমিত অথচ হোমরের সমান, কেননা দশ বাৎ-এ এক হোমর হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 তেলের পরিমাণ মাপবার জন্য বাৎ-এর মাপ ব্যবহার করতে হবে যা এক কোর থেকে বাৎ-এর দশমাংশ। (দশ বাৎ-এর সমান এক হোমর আর এক হোমরের সমান এক কোর) অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 আর তৈলের, বাৎ পরিমিত তৈলের নির্দ্দিষ্ট অংশ এক কোর হইতে বাতের দশমাংশ; [কোর] দশ বাৎ পরিমিত অথচ হোমরের সমান, কেননা দশ বাতে হোমর হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 প্রতি কোর ওলিভ তেলের জন্য 1/10 বাত পরিমাণ ওলিভ তেল। মনে রেখো: দশ বাতে এক হোসর হয়। দশ বাতে এক কোর হয়। অধ্যায় দেখুন |