Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 45:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

14 আর তৈলের, বাৎ পরিমিত তৈলের নির্দিষ্ট অংশ এক কোর্‌ হইতে বাতের দশমাংশ; [কোর্‌] দশ বাৎ পরিমিত অথচ হোমরের সমান, কেননা দশ বাতে হোমর হয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 আর তেলের, বাৎ পরিমিত তেলের নির্দিষ্ট অংশ এক কোর থেকে বাতের দশ ভাগের এক ভাগ; কোর দশ বাৎ পরিমিত অথচ হোমরের সমান, কেননা দশ বাৎ-এ এক হোমর হয়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 তেলের পরিমাণ মাপবার জন্য বাৎ-এর মাপ ব্যবহার করতে হবে যা এক কোর থেকে বাৎ-এর দশমাংশ। (দশ বাৎ-এর সমান এক হোমর আর এক হোমরের সমান এক কোর)

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 আর তৈলের, বাৎ পরিমিত তৈলের নির্দ্দিষ্ট অংশ এক কোর হইতে বাতের দশমাংশ; [কোর] দশ বাৎ পরিমিত অথচ হোমরের সমান, কেননা দশ বাতে হোমর হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 প্রতি কোর ওলিভ তেলের জন্য 1/10 বাত পরিমাণ ওলিভ তেল। মনে রেখো: দশ বাতে এক হোসর হয়। দশ বাতে এক কোর হয়।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 45:14
4 ক্রস রেফারেন্স  

তোমরা এই উপহার উৎসর্গ করিবে; তোমরা গমের হোমর হইতে ঐফার ষষ্ঠাংশ, ও যবের হোমর হইতে ঐফার ষষ্ঠাংশ দিবে।


আর ইস্রায়েলের জলসিক্ত ভূমিতে চরে, এমন মেষাদিপাল হইতে দুই শত মেষের মধ্যে এক মেষ; লোকদের জন্য প্রায়শ্চিত্ত করণার্থে তাহাই ভক্ষ্য-নৈবেদ্যের, হোমবলির ও মঙ্গলার্থক বলির নিমিত্ত হইবে, ইহা প্রভু সদাপ্রভু বলেন।


ঐ পাত্র চারি অঙ্গুলি পুরু, ও তাহার কাণা পানপাত্রের কাণার সদৃশ, শোশন পুষ্পাকার ছিল; তাহাতে দুই সহস্র বাৎ জল ধরিত।


একশত তালন্ত পর্যন্ত রৌপ্য, একশত কোর পর্যন্ত গম, একশত বাৎ পর্যন্ত দ্রাক্ষারস, ও একশত বাৎ পর্যন্ত তৈল, এবং অনিরূপণীয় পরিমাণে লবণ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন