যিহিষ্কেল 44:20 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)20 তাহারা মস্তক মুণ্ডন করিবে না, ও কেশ দীর্ঘ হইতে দিবে না, কেবল মস্তকের কেশ ছেদন করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 তারা মাথা মুণ্ডন করবে না ও চুল লম্বা হতে দেবে না, কেবল মাথার চুল ছোট করে কাটবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 “ ‘তাদের মাথার চুল তারা কামিয়ে ফেলবে না কিংবা চুল বড়ো রাখবে না কিন্তু চুল ছোটো করে কাটবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 পুরোহিতেরা মাথার চুল সম্পূর্ণ কামিয়েও ফেলবে না আবার বেশী লম্বাও হতে দেবে না, স্বাভাবিক রাখবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 তাহারা মস্তক মুণ্ডন করিবে না, ও কেশ দীর্ঘ হইতে দিবে না, কেবল মস্তকের কেশ ছেদন করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 “এই যাজকরা তাদের মাথা কামিয়ে ফেলবে না অথবা চুলও লম্বা করবে না। তা করলে মনে হবে তারা দুঃখিত, প্রভুকে সেবা করার সুযোগ পেয়ে তারা আনন্দিত নয়। যাজকরা কেবল চুল কাটতে পারবে। অধ্যায় দেখুন |