যিহিষ্কেল 44:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)19 আর যখন তাহারা বহিঃপ্রাঙ্গণে, অর্থাৎ প্রজাবর্গের কাছে বহিঃপ্রাঙ্গণে বাহির হইবে, তখন আপনাদের পরিচর্যার বস্ত্র সকল ত্যাগ করিয়া পবিত্র কুঠরিতে রাখিয়া দিবে, এবং অন্য বস্ত্র পরিধান করিবে; আপনাদের ঐ বস্ত্র দ্বারা প্রজালোকদিগকে পবিত্র করিবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 আর যখন তারা বাইরের প্রাঙ্গণে, অর্থাৎ লোকদের কাছে বাইরের প্রাঙ্গণে বের হবে, তখন নিজেদের পরিচর্যার পোশাকগুলো ত্যাগ করে পবিত্র কুঠরীতে রেখে দেবে এবং অন্য কাপড় পরবে; নিজেদের ঐ পোশাক দিয়ে লোকদেরকে পবিত্র করবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 তারা যখন বাইরের উঠানে থাকা লোকদের কাছে যাবে তখন পরিচর্যার জন্য তারা যে পোশাক পরেছিল তা খুলে পবিত্র ঘরে রেখে অন্য পোশাক পরবে, যাতে তাদের পোশাকের ছোঁয়ায় লোকেরা আমার উদ্দেশ্যে আলাদা না হয়ে যায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 বাইরের উঠোনে জনসাধারণের কাছে যাবার আগে তাকে মন্দিরের পোষাক পবিত্র কক্ষে ছেড়ে রেখে যেতে হবে। অন্য পোষাক পরে তাদের লোকদের কাছে যেতে হবে যাতে ঐ পবিত্র পোষাকের জন্য লোকদের কোন ক্ষতি না হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 আর যখন তাহারা বহিঃপ্রাঙ্গণে, অর্থাৎ প্রজাবর্গের কাছে বহিঃপ্রাঙ্গণে বাহির হইবে, তখন আপনাদের পরিচর্য্যার বস্ত্র সকল ত্যাগ করিয়া পবিত্র কুঠরীতে রাখিয়া দিবে, এবং অন্য বস্ত্র পরিধান করিবে; আপনাদের ঐ বস্ত্র দ্বারা প্রজালোকদিগকে পবিত্র করিবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 বাইরের প্রাঙ্গণে লোকদের কাছে যাবার সময় পরিচর্যা করাকালীন যে কাপড় পরতে হয় তা ছেড়ে ফেলবে। ঐ কাপড়গুলি পবিত্র ঘরেই রেখে আসবে এবং অন্য কাপড় পরবে। এইভাবে তারা লোকদের পবিত্র কাপড়গুলির স্পর্শ লাভ করতে দেবে না। অধ্যায় দেখুন |