যিহিষ্কেল 44:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 তথাপি আমি তাহাদিগকে গৃহের সমস্ত সেবাকর্মে ও তন্মধ্যে কর্তব্য সমস্ত কর্মে গৃহের রক্ষণীয়ের রক্ষক করিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 তবুও আমি তাদেরকে এবাদতখানার সমস্ত সেবাকর্মে ও তন্মধ্যে কর্তব্য সমস্ত কাজে এবাদতখানার রক্ষণীয়ের রক্ষক করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 তবুও মন্দির পাহারা দেবার জন্য ও সেখানকার সমস্ত কাজের ভার আমি তাদের উপর দেব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 তাহলেও মন্দিরের দেখাশুনা ও তদারকির সাধারণ যাবতীয় কাজের ভার আমি তাদের দিলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 তথাপি আমি তাহাদিগকে গৃহের সমস্ত সেবা-কর্ম্মে ও তন্মধ্যে কর্ত্তব্য সমস্ত কর্ম্মে গৃহের রক্ষণীয়ের রক্ষক করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 কিন্তু আমি তাদের আমার মন্দিরের যত্ন নিতে দেব। তারা মন্দিরের যেখানে যা করা কর্তব্য তাই করবে। অধ্যায় দেখুন |