যিহিষ্কেল 43:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 পরে তুমি ঐ পাপার্থক বৃষ লইয়া যাইবে, আর সে ধর্মধামের বাহিরে গৃহের নিরূপিত স্থানে তাহা পোড়াইয়া দিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 পরে তুমি ঐ গুনাহ্র জন্য ষাঁড় নিয়ে যাবে, আর সে পবিত্র এলাকার বাইরে এবাদতখানার নির্ধারিত স্থানে তা পুড়িয়ে দেবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 পরে তুমি ওই পাপার্থক ষাঁড়টি নিয়ে যাবে এবং সেটি উপাসনার স্থানের বাইরে মন্দিরের নিরূপিত জায়গায় পুড়িয়ে দেবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 প্রায়শ্চিত্তের জন্য বলি দেওয়া বৃষ বৎসটি মন্দিরের এলাকার বাইরে নির্দিষ্ট জায়গাটিতে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 পরে তুমি ঐ পাপার্থক বৃষ লইয়া যাইবে, আর সে ধর্ম্মধামের বাহিরে গৃহের নিরূপিত স্থানে তাহা পোড়াইয়া দিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 তারপর পাপার্থক বলির জন্য সেই ষাঁড় নিয়ে তা মন্দিরের বাইরের চত্বরের উপযুক্ত জায়গায় পোড়াবে। অধ্যায় দেখুন |