যিহিষ্কেল 43:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 আর উপরিস্থ বেদি চারি হস্ত; এবং পুণ্যচুল্লী হইতে তাহার ঊর্ধ্বে চারি শৃঙ্গ হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 আর উপরিস্থ কোরবানগাহ্ চার হাত; এবং কোরবানগাহ্ থেকে চারটি শিং উপরের দিকে উঠে গেছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 বেদির উপরের যে অংশের উনুন চার হাত উঁচু, এবং তার উপরে চারটে শিং থাকবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 এই চূড়ার অংশটিতে আছে অগ্নিকুণ্ড, এখানে হোমবলি উৎসর্গ করা হয়। বেদীর সবচেয়ে উঁচু ধাপে হোম কুণ্ডের চারিদিকে চারটি কোণ আরও উঁচু। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 আর উপরিস্থ বেদি চারি হস্ত; এবং পুণ্যচুল্লী হইতে তাহার ঊর্দ্ধে চারি শৃঙ্গ হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 বেদীতে পবিত্র আগুনের জায়গাটা উচ্চতায় 4 হাত। চার কোণ শিংয়ের আকারের। অধ্যায় দেখুন |