যিহিষ্কেল 43:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 হস্তানুসারে যজ্ঞবেদির পরিমাণ সকল এই। প্রত্যেক হস্ত এক হস্ত চারি অঙ্গুলি পরিমিত। তাহার মূল এক হস্ত [উচ্চ] ও এক হস্ত প্রস্থ, এবং চারিদিকে তাহার প্রান্তে স্থিত নিকাল এক বিঘত পরিমিত; ইহা যজ্ঞবেদির তল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 হাতের মাপ অনুসারে কোরবানগাহ্র মাপ এই। প্রত্যেক হাত এক হাত চার আঙ্গুল পরিমিত। তার মূল এক হাত উঁচু ও এক হাত চওড়া এবং চারদিকে তার প্রান্তে অবস্থিত কিনারা এক বিঘত পরিমিত; এই কোরবানগাহ্র তল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 “মন্দিরের বেদির মাপ হাতের মাপ অনুসারে এইরকম, প্রত্যেক হাত ছিল এক হাত চার আঙুল করে। তার ভিত্তিটা এক হাত গভীর এবং এক হাত চওড়া, যার চারিদিকে এগারো ইঞ্চি এক চক্রবেড় হবে। আর এটাই বেদির উচ্চতা। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 বেদীর আয়তনের মাপ: বেদীর চারিদিক ঘিরে একেবারে গোড়ায় এক হাত গভীর ও এক হাত চওড়া একটা নালা আছে, তাতে বাইরের দিক দিয়ে এক বিঘত উঁচু বেড় দেওয়া আছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 হস্তানুসারে যজ্ঞবেদির পরিমাণ সকল এই। প্রত্যেক হস্ত এক হস্ত চারি অঙ্গুলি পরিমিত। তাহার মূল এক হস্ত [উচ্চ] ও এক হস্ত প্রস্থ, এবং চারিদিকে তাহার প্রান্তে স্থিত নিকাল এক বিতস্তি পরিমিত; ইহা যজ্ঞবেদির তল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 “লম্বা মাপকাঠি ব্যবহার করে হাত বেদীর মাপ এইরকম। বেদীর গোড়ায় চারদিকে যে গর্ত খোঁড়া রয়েছিল তার গভীরতা 1 হাত, প্রস্থে প্রতি ধারে 1 হাত। তার ধারের কানা বুড়ো আঙ্গুল থেকে কড়ে আঙ্গুলের যে দূরত্ব তার সমান। আর বেদীটি উচ্চতায় এই রকম: অধ্যায় দেখুন |