যিহিষ্কেল 42:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 বহিঃপ্রাঙ্গণ হইতে তথায় গেলে প্রবেশস্থান এই কুঠরির নিচে পূর্বদিকে পড়িত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 বাইরের প্রাঙ্গণ থেকে সেখানে গেলে প্রবেশস্থান এই কুঠরীর নিচে পূর্ব দিকে পড়তো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 বাইরের উঠানে থেকে কেউ যখন ভিতরে ঢোকে নিচের ঘরগুলির প্রবেশপথ পূর্বদিকে ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9-10 এই ঘরগুলির নীচে বাড়ির পূর্বপ্রান্তে বাইরে উঠোনের দিকে ছিল সদর দরজা। এখান থেকেই শুরু হয়েছিল বাইরের প্রাচীর বেষ্টনী। মন্দিরের দক্ষিণ দিকে উত্তরের দালান বাড়ির মতই আর একটি বাড়ি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 বহিঃপ্রাঙ্গণ হইতে তথায় গেলে প্রবেশস্থান এই কুঠরীর নীচে পূর্ব্বদিকে পড়িত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 দালানটির পূর্ব দিকে এই কামরাগুলির তলায় ছিল প্রবেশপথ আর তাই লোকে বাইরের প্রাঙ্গণ থেকে এতে প্রবেশ করতে পারত। অধ্যায় দেখুন |