Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 42:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

7 আর বাহিরে কুঠরি সকলের অনুবর্তী অথচ বহিঃপ্রাঙ্গণের পার্শ্বে কুঠরি সকলের অগ্রে এক বেড়া ছিল, তাহা পঞ্চাশ হস্ত দীর্ঘ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 আর বাইরে কুঠরীগুলোর সমান্তরাল অথচ বাইরের প্রাঙ্গণের পাশে কুঠরীগুলোর সম্মুখে একটি বেড়া ছিল, তা পঞ্চাশ হাত লম্বা।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 সেখানে একটি বাইরের দেয়াল ছিল যেটা ঘরগুলি ও বাইরের উঠানের সমান্তরাল; এটা ঘরগুলির সামনে পঞ্চাশ হাত বাড়ান ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

7-8 বাড়ির বাইরের দেওয়ালটির ভিত ছিল তার দৈর্ঘ্যের অর্ধেক—অর্থাৎ পঞ্চাশ হাত পুরু এবং বাকি পঞ্চাশ হাতের উপরে নির্মিত হয়েছিল ঘরগুলি। একেবারে উপর তলায় পুরো লম্বা জায়গাটাতেই ঘর তৈরী করা হয়েছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 আর বাহিরে কুঠরী সকলের অনুবর্ত্তী অথচ বহিঃপ্রাঙ্গণের পার্শ্বে কুঠরী সকলের অগ্রে এক বেড়া ছিল, তাহা পঞ্চাশ হস্ত দীর্ঘ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 তার বাইরে ছিল এক দেওয়াল, যা কামরাগুলির সাথে সমান্তরাল ভাবে বাইরের প্রাঙ্গণ বরাবর গিয়েছিল। কামরাগুলির সামনে তা 50 হাত পর্যন্ত বিস্তৃত ছিল।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 42:7
2 ক্রস রেফারেন্স  

দক্ষিণদিকের কুঠরিগুলির দ্বার সকলের ন্যায় এক দ্বার পথের মুখে ছিল; সেই পথ তথাকার বেড়ার অগ্রে, যে আসিত, তাহার পূর্বদিকে পড়িত।


প্রাঙ্গণের বেড়ার প্রশস্ত পার্শ্বে পূর্বদিকে ব্যবচ্ছিন্ন স্থলের অগ্রে এবং গাঁথনির অগ্রে কুঠরি-শ্রেণী ছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন