যিহিষ্কেল 42:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 আর কুঠরি সকলের অগ্রে ভিতরের দিকে দশ হস্ত প্রস্থ একশত হস্তের এক পথ ছিল, এবং সকলের দ্বার উত্তরদিকে ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আর কুঠরীগুলোর সম্মুখে ভিতরের দিকে দশ হাত চওড়া এক শত হাতের একটি পথ ছিল এবং সকলের দ্বার উত্তর দিকে ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 এই ঘরগুলির সামনে ভিতরের দিকে একটি পথ ছিল দশ হাত চওড়া ও একশো হাত লম্বা। তাদের সকলের দ্বার উত্তর দিকের ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 বাড়িটার উত্তর দিকে দশহাত চওড়া এবং একশো হাত লম্বা বারান্দা ছিল, সেইদিকেই ছিল এর দরজা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আর কুঠরী সকলের অগ্রে ভিতরের দিকে দশ হস্ত প্রস্থ এক শত হস্তের এক পথ ছিল, এবং সকলের দ্বার উত্তরদিকে ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 প্রবেশ পথটি উত্তর দিকে থাকা সত্ত্বেও, প্রস্থে 10 হাত ও দৈর্ঘ্যে 100 হাত একটি রাস্তা প্রাঙ্গণটির দক্ষিণ পাশ বরাবর চলে গিয়েছিল। অধ্যায় দেখুন |