যিহিষ্কেল 42:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 তিনি মাপিবার নল দিয়া পূর্ব পার্শ্ব মাপিলেন, মাপিবার নলে তাহা সর্বসুদ্ধ পাঁচ শত নল পরিমিত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 তিনি মাপবার নল দিয়ে পূর্ব পাশ মাপলেন, মাপবার নলে তা সবসুদ্ধ পাঁচ শত নল পরিমিত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 তিনি পূর্বদিক মাপকাঠি দিয়ে মাপলেন; সেটি ছিল পাঁচশো হাত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 মাপকাঠি দিয়ে পূর্ব দিকের এলাকা মাপলেন। মাপ হল দৈর্ঘ্যে পাঁচশো হাত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 তিনি মাপিবার নল দিয়া পূর্ব্ব পার্শ্ব মাপিলেন, মাপিবার নলে তাহা সর্ব্বশুদ্ধ পাঁচ শত নল পরিমিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 সে পূর্বের দিক একটা মাপকাঠির সাহায্যে মাপলে তা লম্বায় 500 হাত পাওয়া গেল। অধ্যায় দেখুন |