যিহিষ্কেল 42:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 দক্ষিণদিকের কুঠরিগুলির দ্বার সকলের ন্যায় এক দ্বার পথের মুখে ছিল; সেই পথ তথাকার বেড়ার অগ্রে, যে আসিত, তাহার পূর্বদিকে পড়িত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 দক্ষিণ দিকের কুঠরীগুলোর দ্বারগুলোর মত একটি দ্বার পথের মুখে ছিল; সেই পথ সেখানকার বেড়ার সম্মুখে, যে আসত, তার পূর্ব দিকে পড়তো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 দক্ষিণের ঘরগুলির দ্বারের পথ। দালানটার পূর্বদিকের আর একটি সমান্তরাল ঢুকবার পথ ছিল এবং তার সামনেও একটি দেয়াল ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 বাড়ির দক্ষিণ দিকে ঘরগুলির নিচে একেবারে পূর্ব প্রান্তে যেখানে দেওয়ালের শুরু, সেইখানে ছিল একটি দরজা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 দক্ষিণদিকের কুঠরীগুলির দ্বার সকলের ন্যায় এক দ্বার পথের মুখে ছিল; সেই পথ তথাকার বেড়ার অগ্রে, যে আসিত, তাহার পূর্ব্বদিকে পড়িত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 বাড়িটির পূর্বদিকে দক্ষিণের ঘরগুলো প্রবেশের বিভিন্ন পথছিল যাতে লোকরা দেওয়ালের ধারে খোলা চত্বরের সরু রাস্তা দিয়ে এখানে প্রবেশ করতে পারে। অধ্যায় দেখুন |