যিহিষ্কেল 41:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)25 সেই সকলে, মন্দিরের সেই সকল কবাটে, দেওয়ালের শিল্পকর্মের ন্যায় করূব ও খর্জুর শিল্পিত ছিল। আর বহিঃস্থ বারান্দার অগ্রদেশে কাষ্ঠের ঝিলিমিলি ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 সেগুলোতে ও বায়তুল-মোকাদ্দসের সেই সব কবাটে দেয়ালের শিল্পকর্মের মত কারুবী ও খেজুর শিল্পীত ছিল। আর বহিঃস্থ বারান্দার সম্মুখ-ভাগে কাঠের ঝিলিমিলি ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 এবং মূল হলঘরের দ্বারের কবাটে দেয়ালের মতোই করূব ও খেজুর গাছ খোদাই করা ছিল আর বারান্দার সামনে কাঠের একটি ঝিলিমিলি ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 মন্দিরের দেওয়ালের মত এই দরজাগুলিতেও খেজুর গাছ ও করূবের মূর্তি খোদাই করা। প্রবেশ কক্ষের দরজার বাইরে উপরের অংশে রয়েছে জাফরি কাটা কাঠের খিলান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 সেই সকলে, মন্দিরের সেই সকল কবাটে, ভিত্তির শিল্পকর্ম্মের ন্যায় করূব ও খর্জ্জুর শিল্পিত ছিল। আর বহিঃস্থ বারাণ্ডার অগ্রদেশে কাষ্ঠের ঝিলিমিলি ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 এছাড়াও পবিত্র স্থানের দরজাগুলিতে করূব দূত ও খেজুর গাছ খোদাই করা ছিল। এগুলি দেওয়ালে খোদিত আকৃতির মত ছিল। গাড়ী বারান্দার সামনে ছিল কাঠের ছাদ। অধ্যায় দেখুন |