যিহিষ্কেল 41:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)24 দুই দুই ঘূর্ণী কবাট ছিল, অর্থাৎ এক দ্বারের দুই কবাট ও অন্য দ্বারের দুই কবাট ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 দু’টা করে ঘূর্ণি কবাট ছিল, অর্থাৎ এক দ্বারের দুই কবাট ও অন্য দ্বারের দুই কবাট ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 প্রত্যেক দ্বারে দুটি কবাট ছিল—দুটি দ্বারে দুটি করে কবাট। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 প্রত্যেকটি দরজার দুটি করে পাল্লা, মাঝখান দিয়ে ভাগ হয়ে খুলে যায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 দুই দুই ঘূর্ণী কবাট ছিল, অর্থাৎ এক দ্বারের দুই কবাট ও অন্য দ্বারের দুই কবাট ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 প্রতিটি ছোট দরজা নিজের থেকে খুলে যেতে পারত। প্রতিটি দরজায় প্রকৃতপক্ষে দুটি চক্রাকারে আবর্ত্তনশীল দরজার হাতল ছিল। অধ্যায় দেখুন |