যিহিষ্কেল 40:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 পরে তিনি দ্বারের বারান্দা আট হস্ত এবং তাহার উপস্তম্ভ সকল দুই হস্ত মাপিলেন; দ্বারের বারান্দা গৃহের দিকে ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 পরে তিনি দ্বারের বারান্দা আট হাত এবং তার উপস্তম্ভগুলো দুই হাত মাপলেন; দ্বারের বারান্দা এবাদতখানার দিকে ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 সেটি ছিল আট হাত লম্বা এবং তার থামগুলি দু-হাত চওড়া। দ্বারের বারান্দা মন্দিরের দিকে ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 পরে তিনি দ্বারের বারাণ্ডা আট হস্ত এবং তাহার উপস্তম্ভ সকল দুই হস্ত মাপিলেন; দ্বারের বারাণ্ডা গৃহের দিকে ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 তা লম্বায় 8 হাত হল। পুরুষটি দরজার দুধারের দেওয়ালও মাপল। প্রত্যেক পাশের দেওয়াল চওড়ায় 2 হাত হল। বারান্দাটি মন্দিরের দিকে মুখ করে প্রবেশ পথের শেষে ছিল। অধ্যায় দেখুন |