যিহিষ্কেল 40:43 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)43 আর চারি চারি অঙ্গুলি দীর্ঘ আঁকড়া চারিদিকের দেওয়ালে মারা ছিল, এবং মেজ সকলের উপরে উপহারের মাংস রাখা যাইত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস43 আর চার আঙ্গুল লম্বা আঁকড়া চারদিকের দেয়ালে মারা ছিল এবং টেবিলগুলোর উপরে উপহারের গোশ্ত রাখা যেত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ43 চার আঙুল লম্বা দুই কাঁটার আঁকড়া দেয়ালের গায়ে চারিদিকে লাগানো ছিল। টেবিলগুলির উপরে নৈবেদ্যের মাংস রাখা হত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)43 টেবিলের চারিদিক এক বিঘৎ উঁচু করে ঘেরা। ঐ টেবিলে রাখা হবে হোমের জন্য বলির মাংস। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)43 আর চারি চারি অঙ্গুলি দীর্ঘ আঁকড়া চারিদিকে ভিত্তিতে মারা ছিল, এবং মেজ সকলের উপরে উপহারের মাংস রাখা যাইত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল43 এই জায়গায় দেওয়ালের গায়ে মাংস ঝোলাবার জন্য তিন ইঞ্চি লম্বা আংটাসমূহ ছিল। উৎসর্গের মাংস টেবিলগুলির ওপর রাখা হত। অধ্যায় দেখুন |