যিহিষ্কেল 40:41 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)41 দ্বারের পার্শ্বে এদিকে চারি মেজ, ওদিকে চারি মেজ ছিল; সর্বসুদ্ধ আট মেজ, তদুপরি [বলি] হনন করা হইত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস41 দ্বারের পাশে এদিকে চারটি টেবিল, ওদিকে চারটি টেবিল ছিল; সবসুদ্ধ আটটি টেবিল ছিল যার উপরে কোরবানীর যন্ত্রপাতি রাখা হত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ41 অতএব দ্বারের এক পাশে চারটি ও অন্য পাশে চারটি টেবিল ছিল—মোট আটটি—যার উপরে বলি বধ করা হত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)41 সেখানে সবশুদ্ধ আটটা টেবিল ছিল। বলির পশুদের এগুলির উপরেই বধ করা হত। চারটে টেবিল ছিল ভিতরে আর চারটে ছিল বাইরে উঠোনে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)41 দ্বারের বগলে এদিকে চারি মেজ, ওদিকে চারি মেজ ছিল; সর্ব্বশুদ্ধ আট মেজ, তদুপরি [বলি] হনন করা হইত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল41 সুতরাং ভিতরের দেওয়ালের দিকে চারটি টেবিল এবং বাইরের দেওয়ালের দিকে চারটে টেবিল—মোট আটটি টেবিল যাজকরা নৈবেদ্যের নিমিত্তে পশু বলি দেবার জন্য ব্যবহার করত। অধ্যায় দেখুন |