যিহিষ্কেল 40:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 সেই প্রস্তরবাঁধা ভূমি দ্বার সকলের পার্শ্বে দ্বারের দৈর্ঘ্যানুযায়ী ছিল, ইহা নিম্নতর প্রস্তরবাঁধা ভূমি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 সেই প্রস্তরবাঁধা ভূমি দ্বারগুলোর পাশে দ্বারের লম্বা অনুযায়ী ছিল, এটি নিম্নতর প্রস্তরবাঁধা ভূমি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 সেই বাঁধানো জায়গা প্রত্যেকটি দ্বারের দুই পাশেও ছিল এবং দ্বারের লম্বার সমান ছিল; এটি ছিল নিচের বাঁধানো জায়গা। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 বাঁধান অংশটি উঠোনের দিকে বাড়ানো ছিল। ভিতরের উঠোনের চেয়ে বাইরের এই উঠোনটা ছিল নীচু। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 সেই প্রস্তরবাঁধা ভূমি দ্বার সকলের বগলে দ্বারের দৈর্ঘ্যানুযায়ী ছিল, ইহা নিম্নতর প্রস্তরবাঁধা ভূমি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 দরজাটি লম্বায় যতখানি, প্রস্তরে বাঁধানো ভূমিটি প্রস্থে ততখানিই ছিল। পাথরে বাঁধা ভূমিটি প্রবেশ পথের ভেতরের দিকের শেষ পর্যন্ত বিস্তৃত ছিল। এটা ছিল নীচের শান বাঁধানো জায়গা। অধ্যায় দেখুন |