Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 40:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

15 আর প্রবেশস্থানে দ্বারের অগ্রদেশ হইতে অন্তঃস্থ দ্বারের বারান্দার অগ্রদেশ পর্যন্ত পঞ্চাশ হস্ত ছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 আর প্রবেশস্থানে দ্বারের অগ্রদেশ থেকে অন্তঃস্থ দ্বারের বারান্দার অগ্রদেশ পর্যন্ত পঞ্চাশ হাত ছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 দ্বারে ঢুকবার মুখ থেকে দ্বারের শেষ সীমার ঘর পর্যন্ত দূরত্ব ছিল পঞ্চাশ হাত।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

15 বাইরের সদর দেউড়ির প্রবেশপথ থেকে শুরু করে ভিতরের শেষ কামরাটি পর্যন্ত সবশুদ্ধ দৈর্ঘ্য ছিল পঞ্চাশ হাত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 আর প্রবেশস্থানে দ্বারের অগ্রদেশ হইতে অন্তঃস্থ দ্বারের বারাণ্ডায় অগ্রদেশ পর্য্যন্ত পঞ্চাশ হস্ত ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 বাইরের দরজার ভিতরের ধার থেকে দূরের বারান্দার প্রান্তটি ছিল 50 হাত।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 40:15
4 ক্রস রেফারেন্স  

পরে তিনি উপস্তম্ভ সকল ষাট হস্ত করিলেন; এবং প্রাঙ্গণ উপস্তম্ভগুলি পর্যন্ত বিস্তৃত হইল, তাহার চারিদিকে দ্বার ছিল।


আর দ্বারের ভিতরে সর্বদিকে কক্ষ সকলের ও তাহার উপস্তম্ভ সকলের জালবদ্ধ বাতায়ন ছিল, এবং তাহার মণ্ডপ সকলে তদ্রূপ ছিল; বাতায়ন সকল ভিতরে চারিদিকে ছিল; এবং উপস্তম্ভ সকলে খর্জুর বৃক্ষের আকৃতি ছিল।


তাহার কক্ষ এক পার্শ্বে তিনটি ও অন্য পার্শ্বে তিনটি, এবং তাহার উপস্তম্ভ ও মণ্ডপ সকলের পরিমাণ প্রথম দ্বারের পরিমাণের তুল্য; দীর্ঘে পঞ্চাশ হস্ত ও প্রস্থে পঁচিশ হস্ত।


পরে দায়ূদ আপন পুত্র শলোমনকে বারান্দার, তাহার কক্ষ সকলের, ভাণ্ডার সকলের, উপরিস্থ কুঠরি সকলের, ভিতর-কুঠরি সকলের ও পাপাবরণ সমন্বিত গৃহের আদর্শ দিলেন;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন