Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 4:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

9 আর তুমি আপনার কাছে গম, যব, মাষ, মসুরি, কঙ্গু ও জনার লইয়া সকলই এক পাত্রে রাখ, এবং তাহা দ্বারা রুটি প্রস্তুত কর; যতদিন পার্শ্বে শয়ন করিবে, ততদিন, অর্থাৎ তিনশত নব্বই দিন, তাহা ভোজন করিও।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 আর তুমি নিজের কাছে গম, যব, মাষ, মসুর ডাল, কঙ্গু ও জনার নিয়ে সকলই একটি পাত্রে রাখ এবং তা দিয়ে রুটি প্রস্তুত কর; যতদিন পাশে শয়ন করবে, ততদিন, অর্থাৎ তিনশত নব্বই দিন, তা ভোজন করো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 “তুমি গম ও যব, শিম ও মশুর ডাল, বাজরা ও জনরা নিয়ে একটি পাত্রে রাখবে এবং সেগুলি দিয়ে তোমার জন্য রুটি তৈরি করবে। যে 390 দিন তুমি পাশ ফিরে থাকবে তখন তা খাবে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

9 এবার কিছু গম, যব, মাষকলাই, মুসুরী, জোয়ার-বাজরার আটা নিয়ে একসঙ্গে মেখে রুটি তৈরী কর। যখন তুমি 390 দিন ধরে বাঁ দিকে কাত হয়ে শুয়ে থাকবে তখন এই-ই হবে তোমার আহার্য।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 আর তুমি আপনার কাছে গোম, যব, মাষ, মসুরি, কঙ্গু ও জনরা, লইয়া সকলই এক পাত্রে রাখ এবং তাহা দ্বারা রুটী প্রস্তুত কর; যতদিন পার্শ্বে শয়ন করিবে, ততদিন, অর্থাৎ তিনশত নব্বই দিন, তাহা ভোজন করিও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 “তুমি অবশ্যই কিছু শস্য নিয়ে এসে রুটি তৈরী কর। গম, বার্লি, বীন, মসুর, ভুট্টা ও কাজু এইসব কিছু কিছু পরিমাণ নাও। এই সমস্ত একটি পাত্রে নিয়ে মেশাও, তারপর তা গুঁড়ো করে তা দিয়ে আটা তৈরী করে রুটি বানাও। তুমি 390 দিন ধরে কেবল সেই রুটি খাবে।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 4:9
5 ক্রস রেফারেন্স  

আর তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য-সন্তান, দেখ, আমি যিরূশালেমে অন্নরূপ যষ্টি ভগ্ন করিব, তাহাতে তাহারা পরিমাণপূর্বক ভাবনা সহকারে অন্ন ভোজন করিবে, পরিমাণপূর্বক ও বিস্ময় সহকারে জলপান করিবে;


আর সদাপ্রভু কহিলেন, আমি ইস্রায়েল-সন্তানদিগকে যে জাতিগণের মধ্যে দূর করিয়া দিব, তাহাদের মধ্যে তাহারা সেই প্রকারে আপন আপন অশুচি রুটি খাইবে।


ভূমিতল সমান করিলে পর সে কি মহুরী ছড়ায় না, ও জীরা বপন করে না? এবং শ্রেণী শ্রেণী করিয়া গম নিরূপিত স্থানে যব ও ক্ষেত্রের সীমাতে জনার কি বুনে না?


আর যাকোব এষৌকে রুটি ও মসূরের রান্না করা ডাল দিলেন; এবং তিনি ভোজন পান করিলেন, পরে উঠিয়া চলিয়া গেলেন। এইরূপে এষৌ আপন জ্যেষ্ঠাধিকার তুচ্ছ করিলেন।


কিন্তু গম ও জনার বড় না হওয়াতে আহত হইল না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন