যিহিষ্কেল 4:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 আর দেখ, আমি রজ্জু দিয়া তোমাকে বদ্ধ করিব, তাহাতে তুমি যাবৎ তোমার অবরোধের দিন সমাপ্ত না করিবে, তাবৎ এক পার্শ্ব হইতে অন্য পার্শ্বে ফিরিবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 আর দেখ, আমি দড়ি দিয়ে তোমাকে বেঁধে রাখব, তাতে তুমি যতদিন তোমার অবরোধের দিন সমাপ্ত না করবে, ততদিন পর্যন্ত এক পাশ থেকে অন্য পাশে ফিরবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 আমি তোমাকে দড়ি দিয়ে বাঁধব যেন তোমার অবরোধের দিন শেষ না হওয়া পর্যন্ত তুমি এক পাশ থেকে অন্য পাশে ফিরতে না পারো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 অবরোধের পালা শেষ না হওয়া পর্যন্ত আমি তোমাকে বেঁধে রাখব যাতে তুমি পাশ ফিরতে না পার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 আর দেখ, আমি রজ্জু দিয়া তোমাকে বদ্ধ করিব, তাহাতে তুমি যাবৎ তোমার অবরোধের দিন সমাপ্ত না করিবে, তাবৎ এক পার্শ্ব হইতে অন্য পার্শ্বে ফিরিবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 এখন দেখ আমি দড়ি দিয়ে তোমাকে বাঁধছি। তুমি এক দিক থেকে অন্য দিকে গড়িয়ে যেতে পারবে না, যে পর্যন্ত না শহরের বিরুদ্ধে তোমার আক্রমণ শেষ হয়।” অধ্যায় দেখুন |