যিহিষ্কেল 4:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 আর সদাপ্রভু কহিলেন, আমি ইস্রায়েল-সন্তানদিগকে যে জাতিগণের মধ্যে দূর করিয়া দিব, তাহাদের মধ্যে তাহারা সেই প্রকারে আপন আপন অশুচি রুটি খাইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 আর মাবুদ বললেন, আমি বনি-ইসরাইলদেরকে যে জাতিদের মধ্যে দূর করে দেব, তাদের মধ্যে থাকবার সময়ে তারা এভাবে নিজ নিজ নাপাক রুটি খাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 সদাপ্রভু বললেন, “এরকম করে ইস্রায়েলীরা সেইসব জাতির মধ্যে অশুচি খাবার খাবে যেখানে আমি তাদের তাড়িয়ে দেব।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 ইসরায়েল জাতিকে আমি যখন নানা দেশে ছড়িয়ে দেব তখন তাদের এমনি অশুচি ও শাস্ত্র বিরুদ্ধভাবে খাওয়া-দাওয়া করতে হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 আর সদাপ্রভু কহিলেন, আমি ইস্রায়েল-সন্তানদিগকে যে জাতিগণের মধ্যে দূর করিয়া দিব, তাহাদের মধ্যে তাহারা সেই প্রকারে আপন আপন অশুচি রুটী খাইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 তারপর প্রভু বললেন, “এটা বোঝাবে যে ইস্রায়েল পরিবার বিদেশে অশুচি রুটি খাবে। আমি তাদের ইস্রায়েল ত্যাগ করে সেইসব দেশে বাস করতে বাধ্য করেছি!” অধ্যায় দেখুন |