যিহিষ্কেল 38:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 গোমর ও তাহার সকল সৈন্যদল, উত্তরদিকের প্রান্তবাসী তোগর্মের কুল ও তাহার সকল সৈন্যদল, এই নানা মহাজাতি তোমার সঙ্গী হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 গোমর ও তার সকল সৈন্যদল, উত্তর দিকের প্রান্তবাসী তোগর্মের কুল ও তার সকল সৈন্যদল, এই নানা মহাজাতি তোমার সঙ্গী হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 আর গোমর ও তার সৈন্যদল, এবং উত্তর দিকের শেষ সীমার বেৎ-তোগর্মের সব সৈন্য—ও অনেক জাতি তোমার সঙ্গী হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 উত্তরের গোমের ও বেথটোগারমার সমস্ত সৈন্যবাহিনী তার সঙ্গে আছে, তাদের মত আরও বহু জাতির মানুষ তাদের পক্ষে যোগ দিয়েছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 গোমর ও তাহার সকল সৈন্যদল, উত্তরদিকের প্রান্তবাসী তোগর্ম্মের কুল ও তাহার সকল সৈন্যদল এই নানা মহাজাতি তোমার সঙ্গী হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 সেখানে গোমর তার সেনাদলের সাথে থাকবে। সুদূর উত্তরের তোগর্ম্মের কুল ও তার সেনাদলও থাকবে। সেই বন্দীদলের কুচকাওয়াজ করা লোকরা সংখ্যায় বহু। অধ্যায় দেখুন |