যিহিষ্কেল 38:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 পারস্য, কূশ ও পূট তাহাদের সঙ্গী হইবে; ইহারা সকলে ঢাল ও শিরস্ত্রাণধারী; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 পারস্য, ইথিওপিয়া ও পূট তাদের সঙ্গী হবে; এরা সকলে ঢাল ও শিরস্ত্রাণধারী; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 পারস্য, কূশ ও পূট তাদের সঙ্গে থাকবে, তারা সকলে ঢাল ও শিরস্ত্রাণধারী, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 পারস্য, সুদান ও লিবিয়া তার সঙ্গে যোগ দিয়েছে। তারাও ঢাল ও শিরস্ত্রাণে সুরক্ষিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 পারস্য, কূশ ও পূট তাহাদের সঙ্গী হইবে; ইহারা সকলে ঢাল ও শিরস্ত্রাণধারী; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 পারস্য, কূশ এবং পূটের সৈন্যরা বর্ম ও শিরস্ত্রাণ পরে তাদের সঙ্গে থাকবে। অধ্যায় দেখুন |