যিহিষ্কেল 38:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 তুমি বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে গোগ, রোশের, মেশকের ও তূবলের অধ্যক্ষ, দেখ, আমি তোমার বিপক্ষ; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 তুমি বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, হে ইয়াজুজ, মেশকের ও তূবলের প্রধান শাসনকর্তা, দেখ, আমি তোমার বিপক্ষ; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 এবং বলো: ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, হে গোগ, মেশক ও তূবলের প্রধান শাসনকর্তা, আমি তোমার বিপক্ষে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 তাকে বল, আমি, সর্বাধিপতি প্রভু তার শত্রু। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 তুমি বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে গোগ, রোশের, মেশকের ও তূবলের অধ্যক্ষ, দেখ, আমি তোমার বিপক্ষ; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 তাকে বল প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, ‘গোগ তুমি মেশক ও তূবলের বিশেষ গুরুত্বপূর্ণ নেতা কিন্তু আমি তোমার বিরুদ্ধে। অধ্যায় দেখুন |