Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 37:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

18 আর যখন তোমার জাতির সন্তানেরা তোমাকে বলিবে, ‘ইহাতে আপনার অভিপ্রায় কি, তাহা কি আমাদিগকে জানাইবেন না?’

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 আর যখন তোমার জাতির সন্তানেরা তোমাকে বলবে, ‘এতে আপনার অভিপ্রায় কি, তা কি আমাদেরকে জানাবেন না?’

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 “তোমার জাতির লোকেরা যখন তোমাকে জিজ্ঞাসা করবে, ‘তুমি কি এর মানে আমাদের বলবে না?’

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

18 তোমার স্বজাতির মানুষ যখন তোমাকে এর অর্থ জিজ্ঞাসা করবে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 আর যখন তোমার জাতির সন্তানেরা তোমাকে বলিবে, ‘ইহাতে আপনার অভিপ্রায় কি, তাহা কি আমাদিগকে জানাইবেন না?’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 “তোমার লোকরা এর ব্যাখ্যা জানতে চাইলে

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 37:18
6 ক্রস রেফারেন্স  

আর লোকেরা আমাকে কহিল, এই সকলের সহিত আমাদের সম্বন্ধ কি যে, তুমি এইরূপ করিতেছ? তাহা কি আমাদিগকে জানাইবে না?


হে মনুষ্য-সন্তান, ইস্রায়েল-কুল সেই বিদ্রোহী-কুল- কি তোমাকে বলে নাই, ‘তুমি কি করিতেছ?’


তখন আমি কহিলাম, হাঁ প্রভু সদাপ্রভু, তাহারা আমার বিষয়ে বলে, ঐ ব্যক্তি কি উপমাবাদী নয়?


তুমি সেই বিদ্রোহী-কুলকে এই কথা বল, তোমরা কি ইহার তাৎপর্য জান না? তাহাদিগকে বল, দেখ, বাবিল-রাজ যিরূশালেমে আসিয়া তাহার রাজাকে ও তাহার অধ্যক্ষগণকে আপনার কাছে বাবিলে লইয়া গেল।


হে মনুষ্য-সন্তান, তুমি আপন জাতির সন্তানগণের সহিত আলাপ কর, তাহাদিগকে বল, আমি কোন দেশের বিরুদ্ধে খড়্‌গ আনিলে যদি সেই দেশের লোকেরা আপনাদের মধ্য হইতে কোন ব্যক্তিকে লইয়া আপনাদের প্রহরী নিযুক্ত করে;


তখন তুমি তাহাদিগকে বলিও, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, ইফ্রয়িমের হস্তে যোষেফের যে কাষ্ঠ আছে, আমি তাহা গ্রহণ করিব, ও তাহার সখা ইস্রায়েলের বংশদিগকে গ্রহণ করিব, তাহাদিগকে উহার অর্থাৎ যিহূদার কাষ্ঠের সহিত জোড়া দিব, এবং তাহাদিগকে একটি কাষ্ঠ করিব, তাহাতে সেই সকল আমার হস্তে একীভূত হইবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন