যিহিষ্কেল 37:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 পরে সেই দুইখানি কাষ্ঠ পরস্পর জোড়া দিয়া তোমার জন্য একটি কাষ্ঠ কর, দুইখানি তোমার হস্তে একীভূত হউক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 পরে সেই দু’খানি কাঠ পরস্পর জোড়া দিয়ে তোমার জন্য একটি কাঠ কর, দু’খানি কাঠ তোমার হাতে একীভূত হোক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 সেই দুটো লাঠি জোড়া দিয়ে একটি লাঠি বানাও যেন তোমার হাতে সেই দুটো একটি লাঠিই হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 এবার দুটো ফলকের শেষ প্রান্ত জোড়া দিয়ে এমন ভাবে ধর যাতে দেখে মনে হয় একটা ফলক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 পরে সেই দুইখানি কাষ্ঠ পরস্পর যোড়া দিয়া তোমার জন্য একটি কাষ্ঠ কর, দুইখানি তোমার হস্তে একীভূত হউক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 তারপর ঐ দুই লাঠি পুড়বে; তোমার হাতে সে দুটো যেন একটা লাঠিতে পরিণত হয়। অধ্যায় দেখুন |