যিহিষ্কেল 36:34 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)34 আর যে দেশ পথিক সকলের সাক্ষাতে ধ্বংসস্থান ছিল, সেই ধ্বংসিত দেশে কৃষিকার্য চলিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 আর যে দেশ পথিকদের সাক্ষাতে ধ্বংসস্থান ছিল, সেই ধ্বংসিত দেশে কৃষিকর্ম চলবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 পথিকেরা যে দেশ ধ্বংস অবস্থায় দেখত সেখানে কৃষিকাজ হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 তোমাদের ক্ষেত খামারের মধ্যে দিয়ে যাতায়াতের সময় লোকে দেখত চারিদিক শূন্য, ধূ-ধূ করছে, কিন্তু আমি আবার তোমাদের ক্ষেত-খামার গড়ে তুলতে দেব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 আর যে দেশ পথিক সকলের সাক্ষাতে ধ্বংসস্থান ছিল, সেই ধ্বংসিত দেশে কৃষিকার্য্য চলিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 লোকরা আবার সেই জনবসতিহীন শূন্য জমি কর্ষণ করবে। তাই অন্যরা পাশ দিয়ে গেলে ধ্বংসস্তূপ দেখতে পাবে না। অধ্যায় দেখুন |