যিহিষ্কেল 35:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 তুমি বলিয়াছ, এই দুই জাতি ও এই দুই দেশ আমারই হইবে, এবং আমরা তাহাদের অধিকারী হইব, তথাপি সদাপ্রভু সেই স্থানে ছিলেন; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 তুমি বলেছ, এই দুই জাতি ও এই দুই দেশ আমারই হবে এবং আমরা তাদের অধিকারী হব, তবুও মাবুদ সেই স্থানে ছিলেন; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 “ ‘কারণ তুমি বলেছ, “এই দুই জাতি এবং দেশ আমাদের হবে আর আমরা সেগুলির অধিকারী হব,” যদিও আমি সদাপ্রভু সেখানে ছিলাম, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 তুমি বলেছিলে যে যিহুদা ও ইসরায়েল—এই দুটি জাতি তাদের দেশসহ তোমারই অধীন, তুমিই তাদের মালিক, যদিও আমি, প্রভু পরমেশ্বরই তাদের প্রকৃত ঈশ্বর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 তুমি বলিয়াছ, এই দুই জাতি ও এই দুই দেশ আমারই হইবে, এবং আমরা তাহাদের অধিকারী হইব, তথাপি সদাপ্রভু সেই স্থানে ছিলেন; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 তোমরা বলেছিলে, “ঐ দুই জাতি ও দেশ ইস্রায়েল ও যিহূদা আমাদের হবে, তা আমাদের নিজস্ব অধিকারে থাকবে।” কিন্তু প্রভু সেখানে রয়েছেন! অধ্যায় দেখুন |