যিহিষ্কেল 33:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)19 আর দুষ্ট লোক যখন আপন দুষ্টতা হইতে ফিরিয়া ন্যায় ও ধর্মাচরণ করে, তখন সে তৎপ্রযুক্তই বাঁচিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 আর দুষ্ট লোক যখন তার নাফরমানী থেকে ফিরে ন্যায় ও সঠিক কাজ করে, তখন সে সেকারণেই বাঁচবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 আর যদি একজন দুষ্টলোক তার দুষ্টতা থেকে ফিরে ন্যায় ও ঠিক কাজ করে তবে সে তার জন্য বাঁচবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 আবার কোন মন্দ বা অসৎ ব্যক্তি যদি পাপকর্ম পরিত্যাগ করে সৎ ও ন্যায্য কাজ করে তাহলে সে বাঁচবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 আর দুষ্ট লোক যখন আপন দুষ্টতা হইতে ফিরিয়া ন্যায় ও ধর্ম্মাচরণ করে, তখন সে তৎপ্রযুক্তই বাঁচিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 আর যদি এক মন্দ লোক মন্দ কাজ করা থেকে বিরত হয়ে সৎ ও ন্যায়পরায়ণভাবে জীবনযাপন করে, তবে সে বাঁচবে! অধ্যায় দেখুন |