যিহিষ্কেল 33:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 তাহার কৃত সমস্ত পাপ আর তাহার বলিয়া স্মরণ হইবে না; সে ন্যায় ও ধর্মাচরণ করিয়াছে, অবশ্য বাঁচিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 তার কৃত সমস্ত গুনাহ্ আর তার বলে স্মরণ করা হবে না; সে ন্যায় ও সঠিক কাজ করেছে, অবশ্য বাঁচবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 সে যেসব পাপ করেছে তার কোনটাই তার বিরুদ্ধে মনে রাখা হবে না। সে ন্যায় ও ঠিক কাজ করেছে বলে; সে নিশ্চয়ই বাঁচবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 আমি তার সমস্ত পাপ ক্ষমা করব, সে জীবন লাভ করবে কারণ যা কিছু সৎ এবং ন্যায্য সে তাই-ই করেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 তাহার কৃত সমস্ত পাপ আর তাহার বলিয়া স্মরণ হইবে না; সে ন্যায় ও ধর্ম্মাচরণ করিয়াছে, অবশ্য বাঁচিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 অতীতে সে যে মন্দ কাজ করেছিল তা আমি মনে রাখব না। সে বেঁচে থাকবে কারণ সে এখন সঠিক পথে চলছে ও ন্যায্য কাজ করছে! অধ্যায় দেখুন |