যিহিষ্কেল 32:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 আর তুমি যেখানে সাঁতার দিতেছ, সেই দেশকে পর্বত পর্যন্ত তোমার রক্তে সিক্ত করিব, আর জলপ্রবাহ সকল তোমাতে পরিপূর্ণ হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 আর তুমি যেখানে সাঁতার দিচ্ছ, সেই দেশকে পর্বত পর্যন্ত তোমার রক্তে সিক্ত করবো, আর পানির প্রবাহগুলো তোমাতে পরিপূর্ণ হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 তোমার রক্ত দিয়ে আমি সেই দেশ ভিজাব এমনকি পাহাড়-পর্বত পর্যন্ত, এবং গিরিখাতগুলি তোমার মাংসে ভরে যাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 যতক্ষণ না পর্বত ও নদী রক্তে পরিপূর্ণ হয় ততক্ষণ আমি প্রবাহিত করাব তোমার রক্তধারা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 আর তুমি যেখানে সাঁতার দিতেছ, সেই দেশকে পর্ব্বত পর্য্যন্ত তোমার রক্তে সিক্ত করিব, আর জলপ্রবাহ সকল তোমাতে পরিপূর্ণ হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 আমি তোমার রক্ত পর্বতের উপর ঢেলে মাটি ভিজিয়ে ফেলব। নদীগুলি তোমার দ্বারা পূর্ণ হবে। অধ্যায় দেখুন |