যিহিষ্কেল 32:28 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)28 তুমিও অচ্ছিন্নত্বক্ লোকদের মধ্যে ভগ্ন হইবে, ও খড়্গনিহতদের সহিত শয়ন করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 তুমিও খৎনা-না-করানো লোকদের মধ্যে ভেঙ্গে পড়বে ও তলোয়ারের আঘাতে নিহত লোকদের সঙ্গে শয়ন করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 “হে ফরৌণ, তোমাকেও ভাঙা হবে এবং তুমি অচ্ছিন্নত্বক লোকদের মধ্যে শুয়ে থাকবে, যাদের যুদ্ধে মেরে ফেলা হয়েছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 এইভাবে যুদ্ধে নিহত বে-সুন্নতদের মাঝেই বিধ্বস্ত মিশরীদের ঠাঁই নিতে হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 তুমিও অচ্ছিন্নত্বক্ লোকদের মধ্যে ভগ্ন হইবে, ও খড়্গনিহতদের সহিত শয়ন করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 “মিশর, তুমিও ধ্বংস হবে এবং ঐসব বিদেশীদের পাশে শয়ন করবে। তুমি ঐসব অন্য সৈন্যরা, যারা যুদ্ধে নিহত হয়েছিল তাদের সাথে শয়ন করবে। অধ্যায় দেখুন |