যিহিষ্কেল 32:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)19 তুমি কাহা অপেক্ষা সুন্দর? নামিয়া যাও, অচ্ছিন্নত্বক্দের সহিত শায়িত হও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 তুমি কার চেয়ে সুন্দর? নেমে যাও, খৎনা-না-করানোদের সঙ্গে শয়ন কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 তাদের বলো, ‘তুমি কি অন্যদের থেকে আরও পক্ষপাতদুষ্ট? তুমি নেমে যাও এবং অচ্ছিন্নত্বকদের সঙ্গে শুয়ে থাকো।’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 তাদের বল: তুমি কি ভেবেছ, রূপে তুমি সবার সেরা? জাহান্নামে তোমায় যেতে হবে, সেখানে অধার্মিকদের মাঝেই তোমার শেষ গতি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 তুমি কাহা অপেক্ষা সুন্দর? নামিয়া যাও, অচ্ছিন্নত্বক্দের সহিত শায়িত হও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 “মিশর তুমি অন্য কারও চেয়ে উৎকৃষ্ট নও! মৃত্যুর স্থানে যাও, ঐ সমস্ত বিদেশীদের সঙ্গে গিয়ে শোও। অধ্যায় দেখুন |