যিহিষ্কেল 31:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 সে আপন মহত্ত্বে, ডালের দীর্ঘতায়, মনোহর ছিল; কেননা তাহার মূল প্রচুর জলের পার্শ্বে ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 সে তার মহত্ত্বে ও লম্বা লম্বা ডালে খুব সুন্দর ছিল; কেননা তার মূল প্রচুর পানির পাশে ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 সে ছিল সৌন্দর্যে মহিমান্বিত তার ছড়ানো ডালপালার জন্য, কারণ তার শেকড় গভীরে গিয়েছিল প্রচুর জলের কাছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 কী অপরূপ সেই বৃক্ষ সুউন্নত, সুবিস্তৃত তার শাখাগুলি। তার মূলগুলি মাটির গভীরে বয়ে চলা স্রোতধারায় গিয়ে শাখা মেলেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 সে আপন মহত্ত্বে, ডালের দীর্ঘতায়, মনোহর ছিল, কেননা তাহার মূল প্রচুর জলের পার্শ্বে ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 সেই বৃক্ষ অতি সুন্দর, অতি বৃহৎ ও লম্বা ডাল যুক্ত ছিল। তার মূলগুলি প্রচুর জলও পেত! অধ্যায় দেখুন |