যিহিষ্কেল 30:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)25 আর আমি বাবিল-রাজের বাহু বলবান করিব, কিন্তু ফরৌণের বাহু ঝুলিয়া পড়িবে; তাহাতে লোকেরা জানিবে যে, আমিই সদাপ্রভু, যখন আমি বাবিল-রাজের হস্তে আমার খড়্গ দিব, এবং সে মিসর দেশের বিরুদ্ধে তাহা বিস্তার করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 আর আমি ব্যাবিলনের বাদশাহ্র বাহু বলবান করবো, কিন্তু ফেরাউনের বাহু ঝুলে পড়বে; তাতে লোকেরা জানবে যে, আমিই মাবুদ, যখন আমি ব্যাবিলনের বাদশাহ্র হাতে আমার তলোয়ার দেব এবং সে মিসর দেশের বিরুদ্ধে তা চালনা করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 আমি ব্যাবিলনের রাজার হাত শক্তিশালী করব, কিন্তু ফরৌণের হাত ঝুলে পড়বে। আমি যখন আমার তরোয়াল ব্যাবিলনের রাজার হাতে দেব আর সে মিশরের বিরুদ্ধে তা চালাবে, তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 আমি তার হাত দুর্বল করব এবং ব্যাবিলনরাজের হাত শত্রু ও দৃঢ় করব। যখন আমি তার হাতে আমার ক্ষমতা তুলে দেব এবং সে যখন মিশরের বিরুদ্ধে সেই ক্ষমতা প্রয়োগ করবে, সেইদিন প্রত্যেকে জানবে যে আমিই প্রভু পরমেশ্বর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 আর আমি বাবিল-রাজের বাহু বলবান করিব, কিন্তু ফরৌণের বাহু ঝুলিয়া পড়িবে; তাহাতে লোকেরা জানিবে যে, আমিই সদাপ্রভু, যখন আমি বাবিল-রাজের হস্তে আমার খড়্গ দিব, এবং সে মিসর দেশের বিরুদ্ধে তাহা বিস্তার করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 তাই আমি বাবিলের রাজার হাত দৃঢ় করব কিন্তু ফরৌণের বাহু খসে পড়বে এবং তখন তারা জানবে যে আমিই প্রভু। “আমি বাবিলের রাজার হাতে খড়্গ দেব আর সে মিশর দেশের বিরুদ্ধে তা ব্যবহার করবে। অধ্যায় দেখুন |