যিহিষ্কেল 3:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)25 কিন্তু হে মনুষ্য-সন্তান, দেখ, লোকেরা রজ্জু দিয়া তোমাকে বাঁধিবে, তাহাতে তুমি বাহিরে তাহাদের মধ্যে যাইতে পারিবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 কিন্তু হে মানুষের সন্তান, দেখ, লোকেরা দড়ি দিয়ে তোমাকে বাঁধবে, তাতে তুমি বাইরে তাদের মধ্যে যেতে পারবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 আর হে মানবসন্তান, তারা তোমাকে দড়ি দিয়ে বাঁধবে; তাতে তুমি বাইরে লোকজনের মধ্যে যেতে পারবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 সেখানে তুমি রজ্জুবদ্ধ হয়ে থাকবে, যেন জনসাধারণের কাছে যেতে না পার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 কিন্তু হে মনুষ্য-সন্তান, দেখ, লোকেরা রজ্জু দিয়া তোমাকে বাঁধিবে, তাহাতে তুমি বাহিরে তাহাদের মধ্যে যাইতে পারিবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 মনুষ্যসন্তান, লোকে দড়ি নিয়ে এসে তোমাকে বাঁধবে। তারা তোমাকে লোকদের মধ্যে যেতে দেবে না। অধ্যায় দেখুন |