Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 3:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

13 আর ঐ প্রাণীদের পরস্পরের পক্ষসমাঘাতের শব্দ, তাহাদের পার্শ্বে চক্রের শব্দ, এই মহানির্ঘোষের শব্দ শুনিলাম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 আর ঐ প্রাণীদের পরস্পরের পাখা চালানোর আওয়াজ, তাদের পাশে চাকার আওয়াজ, এই মহাকল্লোলের আওয়াজ শুনলাম।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 সেই জীবন্ত প্রাণীদের ডানা একে অন্যের সঙ্গে ঘসার শব্দ ও তাদের পাশের চাকার শব্দ, এক গজরানির শব্দ।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

13 শুনলাম, সেই প্রাণীদের ডানা ঝাপটানোর আওয়াজ এবং তাদের পাশের চাকাগুলির ধাবমান গতির গুরুগম্ভীর শব্দ, যা ছিল ভূমিকম্পের মহানির্ঘোষের মত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 আর ঐ প্রাণীদের পরস্পরের পক্ষসমাঘাতের শব্দ, তাহাদের পার্শ্বে চক্রের শব্দ, এই মহানির্ঘোষের শব্দ শুনিলাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 তারপর পশুরা সেই ডানা ঝাপটাতে লাগল আর তারা পরস্পরের গায়ে লাগলে ভীষণ শব্দ হল। আর তাদের সামনের চাকাগুলোও জোরে শব্দ করতে শুরু করল—তা বজ্রের মত জোরালো।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 3:13
6 ক্রস রেফারেন্স  

আর তাহাদের গমনকালে আমি তাহাদের পক্ষ সকলের ধ্বনিও শুনিলাম, তাহা মহাজলরাশির কল্লোলের ন্যায়, সর্বশক্তিমানের রবের ন্যায়, সৈন্যসামন্তের ধ্বনির ন্যায় তুমুল ধ্বনি। দণ্ডায়মান হইবার সময় তাহারা আপন আপন পক্ষ শিথিল করিত।


আর করূবদের পক্ষের শব্দ বহিঃপ্রাঙ্গণ পর্যন্ত শুনা যাইতেছিল, উহা সর্বশক্তিমান ঈশ্বরের কথনকালীন রবের ন্যায়।


আমি যখন ঐ প্রাণীদিগকে অবলোকন করিলাম, দেখ, ভূতলে ঐ প্রাণীদের পার্শ্বে চারি মুখের এক একটির জন্য এক এক চক্র ছিল।


সেই সকল বাকা বৃক্ষের শিখরে সৈন্যগমনের মত শব্দ শুনিলে তুমি উদ্যোগ করিবে; কেননা তখনই সদাপ্রভু পলেষ্টীয়দের সৈন্যকে আঘাত করিবার জন্য তোমার সম্মুখে অগ্রসর হইয়াছেন।


প্রত্যেক পীঠের পিত্তলময় চারি চক্র ও পিত্তলময় আল্‌ ছিল, এবং চারি পায়াতে স্থাপিত অবলম্বন ছিল, সেই সকল অবলম্বন প্রক্ষালন-পাত্রের নিচে ঢালা ছিল, ও প্রত্যেকের পার্শ্বে মালা ছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন