যিহিষ্কেল 3:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 পরে আত্মা আমাকে তুলিয়া লইলেন, এবং আমি আমার পশ্চাৎ দিকে এই বাক্য মহানির্ঘোষের শব্দের ন্যায় তাঁহার স্থান হইতে শুনিলাম, ‘ধন্য সদাপ্রভুর প্রতাপ’। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 পরে রূহ্ আমাকে তুলে নিলেন এবং আমি আমার পেছন দিকে এই কালাম মহাকল্লোলের শব্দের মত তাঁর স্থান থেকে শুনলাম, ‘ধন্য মাবুদের মহিমা।’ অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 তারপর ঈশ্বরের আত্মা আমাকে তুলে নিলেন, আর আমার পিছনে আমি মহা-গজরানির শব্দ শুনতে পেলাম যখন আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে সদাপ্রভুর মহিমা উঠল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 তারপর ঈশ্বরের আত্মা আমাকে উপরে তুলে নিলেন। পশ্চাৎপটে আমি শুনলাম বজ্রগম্ভীর কন্ঠে উচ্চারিত হচ্ছে: দ্যুলোকে ঈশ্বরের মহিমা হোক! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 পরে আত্মা আমাকে তুলিয়া লইলেন, এবং আমি আমার পশ্চাৎ দিকে এই বাক্য মহানির্ঘোষের শব্দের ন্যায় তাঁহার স্থান হইতে শুনিলাম, ‘ধন্য সদাপ্রভুর প্রতাপ’। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 তারপর বাতাস আমায় ওপরে উঠিয়ে দিল আর আমি আমার পেছনে একটা স্বর শুনতে পেলাম। সেটা ছিল বজ্রের মত জোরালো। শব্দটি বলল, “যেখানে ওটি ছিল সেই জায়গা থেকে উঠে আসা প্রভুর মহিমা।” অধ্যায় দেখুন |