যিহিষ্কেল 3:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)1 পরে তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য-সন্তান, তোমার কাছে যাহা উপস্থিত, তাহা ভোজন কর, এই পুস্তকখানি ভোজন কর, এবং ইস্রায়েল-কুলের নিকটে গিয়া তাহাদের সহিত কথা বল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 পরে তিনি আমাকে বললেন, হে মানুষের সন্তান, তোমার কাছে যা উপস্থিত, তা ভোজন কর, এই কিতাবখানি ভোজন কর এবং ইসরাইল-কুলের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 আর তিনি আমাকে বললেন, “হে মানবসন্তান, তোমার সামনে যা রয়েছে তা খাও, এই গুটানো বইটি খাও; তারপর ইস্রায়েল কুলের কাছে গিয়ে কথা বলো।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 ঈশ্বর বললেন, মর্ত্য মানব, এই পুঁথিখানি খাও। তারপর যাও, ইসরায়েলীদের কাছে গিয়ে বল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 পরে তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য-সন্তান, তোমার কাছে যাহা উপস্থিত, তাহা ভোজন কর, এই পুস্তকখানি ভোজন কর, এবং ইস্রায়েল-কুলের নিকটে গিয়া তাহাদের সহিত কথা বল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 ঈশ্বর আমায় বললেন, “মনুষ্যসন্তান, যা দেখছ খাও। এই গোটানো পুঁথি ভোজন কর, এবং এই সমস্ত কথা ইস্রায়েল পরিবারকে গিয়ে বল।” অধ্যায় দেখুন |