যিহিষ্কেল 27:26 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)26 তোমার দাঁড়ীরা তোমাকে প্রশস্ত জলে লইয়া গিয়াছে; পূর্বীয় বায়ু সমুদ্রগণের মধ্যস্থলে তোমাকে ভাঙ্গিয়া ফেলিয়াছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 তোমার দাঁড়ীরা তোমাকে গভীর পানিতে নিয়ে গেছে; পূর্বীয় বায়ু সমুদ্রগুলোর মধ্যস্থলে তোমাকে ভেঙ্গে ফেলেছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 যারা দাঁড় বাইত তারা তোমাকে দূর সমুদ্রে নিয়ে যাবে। কিন্তু সমুদ্রের মাঝখানে পূবের বাতাসে তোমাকে টুকরো টুকরো করে দেবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 তোমার মাঝি মাল্লারা যখন তোমায় নিয়ে এল মাঝ দরিয়ায় সুদূর ভূখণ্ড থেকে ছুটে এল দারুণ পূবালী ঝড় চূরমান করে দিল তোমায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 তোমার দাঁড়ীরা তোমাকে প্রশস্ত জলে লইয়া গিয়াছে; পূর্ব্বীয় বায়ু সমুদ্রগণের মধ্যস্থলে তোমাকে ভাঙ্গিয়া ফেলিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 তোমার দাঁড়ীরা তোমাকে গভীর সমুদ্রে নিয়ে গেছে। কিন্তু প্রবল পূর্বীয় বায়ু দ্বারা সমুদ্রেই তোমার জাহাজ ধ্বংস হবে। অধ্যায় দেখুন |