যিহিষ্কেল 27:23 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)23 হারণ, কন্নী, এদন, শিবার এই ব্যবসায়ীরা, এবং অশূর ও কিল্মদ তোমার ব্যবসায়ী ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 হারণ, কন্নী, এদন, সাবার এই ব্যবসায়ীরা এবং আশেরিয়া ও কিল্মদ তোমার ব্যবসায়ী ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 “ ‘হারণ, কন্নী, এদন ও শিবার ব্যবসায়ীরা এবং আসিরিয়া ও কিলমদ তোমার সঙ্গে ব্যবসা করত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 হারাণ, কান্নেহ্ এবং এদনের সমস্ত শহর, শেবার বণিকেরা, অশুর এবং কিলমাদ্-এর সমস্ত শহরের সঙ্গে চলত তোমার ব্যবসা-বাণিজ্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 হারণ, কন্নী, এদন, শিবার এই ব্যবসায়ীরা, এবং অশূর ও কিল্মদ তোমার ব্যবসায়ী ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 হারণ, কন্নী, এদন এবং শিবা, অশূর ও কিল্মদের বনিকরা তোমার সঙ্গে ব্যবসা করত। অধ্যায় দেখুন |