যিহিষ্কেল 25:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 আর ইদোমের উপরে আমার প্রতিশোধ লইবার ভার আমার প্রজা ইস্রায়েলের হস্তে সমর্পণ করিব, তাহাতে আমার যেরূপ ক্রোধ ও যেরূপ কোপ, তাহারা ইদোমের প্রতি তদনুরূপ ব্যবহার করিবে, তখন উহারা আমার প্রতিশোধ-গ্রহণ জ্ঞাত হইবে; ইহা সদাপ্রভু বলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 আর ইদোমের উপরে আমার প্রতিশোধ নেবার ভার আমার লোক ইসরাইলের হাতে তুলে দেব, তাতে আমার ক্রোধ অনুসারে ও আমার গজব অনুসারে তারা ইদোমের প্রতি ব্যবহার করবে, তখন ওরা জানতে পারবে যে, আমি প্রতিশোধ নিয়েছি; সার্বভৌম মাবুদ এই কথা বলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 আমি আমার লোক ইস্রায়েলের হাত দিয়ে ইদোমের উপর প্রতিশোধ নেব, আর তারা আমার ভীষণ অসন্তোষ ও ক্রোধ অনুসারে ইদোমের বিরুদ্ধে কাজ করবে; তখন তারা আমার প্রতিশোধ জানতে পারবে, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।’ ” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 আমার ইসরায়েলী প্রজাবৃন্দ আমার পক্ষ হয়ে ইদোমের উপর প্রতিশোধ নেবে এবং তারাই আমার ক্রোধের ভয়াবহতা ইদোমীদের বুঝিয়ে দেবে। তারা অনুভব করবে আমার ক্রোধ এবং তখনই জানবে যে আমিই প্রভু পরমেশ্বর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 আর ইদোমের উপরে আমার প্রতিশোধ লইবার ভার আমার প্রজা ইস্রায়েলের হস্তে সমর্পণ করিব, তাহাতে আমার যেরূপ ক্রোধ ও যেরূপ কোপ, তাহারা ইদোমের প্রতি তদনুরূপ ব্যবহার করিবে, তখন উহারা আমার প্রতিশোধ-গ্রহণ জ্ঞাত হইবে; ইহা সদাপ্রভু বলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 আমি ইদোমের বিরুদ্ধে প্রতিশোধ নিতে আমার প্রজা ইস্রায়েলীয়দের ব্যবহার করব। এইভাবে ইস্রায়েলের লোকেরা ইদোমের বিরুদ্ধে আমার ক্রোধ প্রকাশ করবে। তখন ইদোমের লোকরা জানবে যে আমিই তাদের শাস্তি দিয়েছিলাম।” প্রভু আমার সদাপ্রভু এই কথাগুলি বলেছেন। অধ্যায় দেখুন |